Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজর


 

এক নজর

মৎস্যবীজ উৎপাদন খামার, নওগাঁ সদর, নওগাঁ

 

জেলাঃ নওগাঁ ।

উপজেলাঃ নওগাঁ সদর ।

পাড়াঃ হাট-নওগাঁ ।


অবস্থানঃ মৎস্য বীজ উৎপাদন খামারটি নওগাঁ শহরের দক্ষিণ প্রান্ত পৌর এলাকায় হাট-নওগাঁ মৌজায় অবস্থিত ।


পুকুরের বিবরণঃ খামারটির মোট আয়তন 10.84 একর । খামারের মোট 10 টি পুকুর আছে যাহার আয়তন 4.55 একর । এর মধ্যে 06 টি নার্সারি পুকুর, 3 টি পালন পুকুর এবং একটি গলদা চিংড়ি নার্সারী পুকুর আছে । পুকুরগুলি বেলে দোআঁশ মাটি ।


হ্যাচারীঃ কামারটি 1988 সালে মৎস্য বিভাগ ও উত্তর-পশ্চিম পল্লী উন্নয়ন প্রকল্পের (বি আর ডি বি) যৌথ ‍উদৌগে খামারের হ্যাচারী বিল্ডিং সহ ব্যাপক উন্নয়ন করা হয় । পরবর্তীতে 2005 ইং সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 4র্থ মৎস্য প্রকল্পেরর আওতায় উন্নয়ন করা হয়েছে । হ্যাচারীতে 3 টি সার্কুলার ট্যাংক, 15 টি বোতল, 20 টি সিষ্টার্ন, 1 টি ওভারহেড ট্যাংক, 1 টি গভীর নলকূপ রয়েছে ।


অন্যান্য স্থাপনাঃ খামারে একটি পুরাতন মডেলের হ্যাচারী সেড, একটি গুদামঘর, একটি ট্রেনিং রুম, একটি পুরাতন টিনসেড অফিস রুম ও একটি গার্ড সেড রয়েছে ।


জনবলঃ অত্র খামারে 1 জন খামার ব্যবস্থাপক, 1 জন হ্যাচারী কেনিশিয়ান, 1 জন পাম্প অপারেটর, 1 জন নৈশ্য প্রহরী কর্মরত আছেন । শুধুমাত্র 1 জন অফিস সহায়ক এর পদ শূন্য রয়েছে ।